Hindustan Times
Bangla

শাহরুখের আগে এঁরাও হয়েছেন টেকো! ভিলেনের চরিত্রে বাজিমাত করেছেন

'জওয়ান' ছবিতে শাহরুখ খানের মাথায় যেমন ঘন চুল দেখা গিয়েছে। তেমনি তাঁর টাক মাথা লুকও সাড়া ফেলেছে।

শাহরুখের আগে অনেক অভিনেতাই চরিত্রের খাতিরে সিনেমায় টাক হয়ে ধরা দিয়েছেন। টাক লুকে হিট ছিলেন সেই ভিলেনরাও-

টাক ভিলেনের তালিকায় প্রথমেই আসে অমরীশ পুরির নাম। 'তেলেহকা' ছবিতে এই লুকে দেখা মিলেছিল অভিনেতার।

'পুকার' ছবিতে অভিনেতা ড্যানি ডেনজংপা ভিলেনের চরিত্রে টাক লুকে ধরা দেন। 

'হাম' ছবিতে দুর্নীতিবাজ পুলিশ অফিসারের চরিত্রে ছিলেন অনুপম খের। এই ছবিতে অনুপমের ভিলেনের চরিত্র বেশ প্রশংসিত হয়েছিল।

'শান' ছবিতে ভয়ঙ্কর ভিলেন শাকালের ভূমিকায় অভিনয় করেছিলেন কুলভূষণ খারবান্দা। চরিত্রে তাঁর অভিনয় এবং লুক আজও দর্শকদের মনে পড়ে।

কাঞ্চা চিনার চরিত্রের কথা নিশ্চই মনে আছে আপনাদের? এই চরিত্রের জন্য সঞ্জয় দত্ত টাক হয়েছিলেন।