Hindustan Times
Bangla

পরস্পরের লাকি চার্ম! দীপিকাকে বোকা বানিয়েই 'জওয়ান' হলেন শাহরুখ

৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। পাঠান আর জওয়ানের মতো পরপর দুটো ব্লকবাস্টার হিট দিলেন। 

'জওয়ান'-এর সাফল্যের পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বলিউডের বাদশা। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। যোগ দিয়েছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা।

এ দিন কালো সাদা শার্টের উপর কালো ব্লেজার পরে হাজির হন শাহরুখ। তাঁর বাদশাহি হেয়ারস্টাইল নিয়েও চলছে তুমুল চর্চা

'জাওয়ান'-এর অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকা, থেকে ছবির প্রতি নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার কামাল হ্যায়।’

'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ-দীপিকা। তাঁরা যেন পরস্পরের লাকি চার্ম।

সাংবাদিক সম্মেলনে দীপিকার সঙ্গে ঠাট্টা করতেও দেখা গিয়েছে শাহরুখকে। বলেছিলেন, তিনি এবং অ্যাটলি একসঙ্গে বোকা বানিয়েছিলেন দীপিকাকে। স্পেশাল অ্যাপিয়ারেন্স বদলে একটি বড় ভূমিকা করিয়েছিলেন।

শাহরুখ জানান, ছবিটি তৈরি হওয়ার পর দীপিকা জানতে পারেন ছবিতে তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। এ বিষয়ে দীপিকা বলেন, অন্য কোনও অভিনেতা থাকলেও তিনি অবশ্যই এই ছবিটি করতেন।