Hindustan Times
Bangla

বিজয় সেতুপতির সঙ্গে 'ব্রোম্যান্স' শাহরুখের, বিয়ে করার কথা বললেন বাদশা

বক্স অফিসে হিট 'জওয়ান'। ছবির সাফল্য নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন শাহরুখ খান। সম্মেলনে তিনি ছবির পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়নতারা ছাড়া ছবির প্রায় পুরো টিমকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রেস কনফারেন্সে। এ দিন মঞ্চে বিজয় সেতুপতির সঙ্গে ব্রোম্যান্সে মজেছিলেন বলিউডের বাদশা।

'জওয়ান'-এর প্রেস কনফারেন্সে রোমান্টিক মুহূর্ত! তাও আবার শাহরুখ খান ও বিজয় সেতুপতির মধ্যে! এমনকি, বিজয় সেতুপতিকে বিয়ে করার কথাও বললেন কিং খান। 

 বিজেয় সেতুপতিকে বলতে শোনা গেল, সবাই ওঁকে খুবই ভালোবাসে। শাহরুখ শুধু ভালবাসাই ছড়াতে পারে, আর কিছু না। শাহরুখের প্রতি ভালোবাসাও প্রকাশ করেন বিজয় সেতুপতি। 

পাল্টা কিং খানের বলেন, তিনি খুব ভালোবাসেন। আর প্রেস কনফারেন্সের পরে তিনি বিজয়কে প্রপোজ করতে পারেন, এমনকী বিয়েও করতে পারেন দু'জনে। 

এতে কোনও ভুল বা দোষ দেখছেন না বিজয়ও। তাঁদের দু'জনের কথোপকথনে হাসির রোল ওঠে প্রেস কনফারেন্সে। পুরো ঘটনাটাই মজার ছলে যে বোঝা যায়।