By Priyanka Bose
Published 8 Sep, 2023

Hindustan Times
Bangla

উপার্জনে টেক্কা দেবেন তাবড় তাবড়া তারকাকে, শাহরুখের ম্যানেজার পূজার বেতন শুনলে চমকে উঠবেন

তারকার মতোই বিলাসবহুল জীবন! ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন পূজা দাদলানি।

শাহরুখের সঙ্গে পূজার সম্পর্ক শুধুই পেশাদার নয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক পারিবারিক হয়েছে। প্রায়শই খান পরিবারের সঙ্গে দাদলানিকে সময় কাটাতেও দেখা যায়।

শাহরুখের প্রায় সব ধরনের কাজ সামলে রাখার দায়িত্ব পূজার। বিপদের দিনে পরিবারের এক সদস্যের মতোই পাশে থাকেন পূজা।

মোটা অঙ্কের পারিশ্রমিকও পান পূজা। শোনা গিয়েছে, বছরে ৪৫ কোটি টাকা উপার্জন তাঁর।

মজার ব্যাপার হল পূজা এবং শাহরুখের জন্মতারিখও এক, ২ নভেম্বর। প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন শাহরুখ।

শুধুমাত্র শাহরুখের ম্যানেজার হিসাবেই বলিউডে পরিচিত মুখ নন পূজা। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সহ-প্রযোজকও ছিলেন।

পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বইয়ের একটি নামী অলঙ্কার প্রস্তুত সংস্থার মালিক। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে।