Hindustan Times
Bangla

এই ১০ বিগ বাজেটের হিট ছবি ফিরিয়েছিলেন 'পাঠান' শাহরুখ খান

২০০০ সালের সিনেমা কহো না প্যায়ার হ্যায়-তে নায়ক হওয়ার অফার প্রথমে এসেছিল শাহরুখ খানের কাছেই। এসআরকে ফিরিয়ে দিলে হৃতিককে লঞ্চ করেন রাকেশ। 

লাগানের অফারও ফিরিয়েছিলেন কিং খান। তারপর আশুতোষ গোয়ারিকর সেই ছবি নিয়ে যান আমির খানের কাছে।

ডেট না থাকায় এক থা টাইগার ফিরিয়েছিলেন শাহরুখ। নয়তো এর আগেই তিনি চলে আসতেন গুপ্তচর হিসেবে বড় পরদায়। 

আশুতোষ গোয়ারিকর যোধা আকবরেও নায়ক করতে চেয়েছিলেন শাহরুখকেই। তবে সেই সময় রাজি হননি শাহরুখ ব্যক্তিগত কারণে। 

স্লামডগ মিলিয়নিয়ারে অনিল কাপুরের চরিত্রটাও করার প্রস্তাব এসেছিল শাহরুখ খানের কাছেই। 

২০০৩ সালের সুপারহিট মুন্নাভাই এমবিবিএসে শাহরুখের কাজ করার কথা থাকলেও তা বেশিদূর গড়ায়নি। 

শাহরুখ থ্রি ইডিয়টসের অফার ফিরিয়ে দিলে তা যায় আমির খানের কাছে। 

আমিরের রং দে বসন্তির অফারও কিন্তু আগে এসেছিল শাহরুখ খানের কাছেই। 

তামিল পরিচালক শঙ্কর রোবট সিনেমার জন্যও বেছেছিলেন কিং খানকে। তিনি না করলে তা যায় রজনীকান্তের ঝুলিতে। 

তারে জমিন পর-এর অফার শাহরুখ ফিরিয়ে দেওয়ার পরই হাতে নেন আমির। তিনি ছবিটির পরিচালনা ও প্রযোজনাও করেন।