Hindustan Times
Bangla

দিওয়ানা থেকে স্বদেশ, নিজের এই ছবিগুলো একবারের জন্যেও দেখেননি শাহরুখ! কেন এমন সিদ্ধান্ত? 

বৃহস্পতিবার ৫৮-য় পা দিলেন শাহরুখ, ৬০ ছুঁইছুঁই তারকা এখনও জওয়ান, তা নতুন করে বলার দরকার নেই

নিজের ফিল্মি কেরিয়ারে অসংখ্য হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন বাদশা। ২০২৩-এ তাঁর গ্র্যান্ড কামব্যাকের সাক্ষী থেকেছে গোটা দেশ

শাহরুখের ছবি দেখতে গত তিন দশক ধরে হলের বাইরে লম্বা লাইন। কিন্তু নিজের এই সব ছবি ভুলেও দেখেননি শাহরুখ নিজে

শাহরুখের ডেবিউ ছবি ছিল দিওয়ানা। জানেন কি আজ পর্যন্ত এই ছবিটি দেখেননি কিং খান। লিস্ট আরও লম্বা। 

শাহরুখের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন পরদেশ। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিটিও হলে তো দূর অস্ত কোনওদিন বাড়ি বসেও দেখেননি বাদশা

শাহরুখের কেরিয়ারের অন্যতম সাড়া জাগানো ছবি স্বদেশ। সেই ছবিও রয়েছে তালিকায়। কেন নিজের এইসব ছবি দেখেননি শাহরুখ?

সাজিদ খান ও রীতেশ দেশমুখ সঞ্চালিত টক শো-তে এসে নায়ক বলেছিলেন, 'নিজের সাক্ষাৎকার নিজেই পড়াটা আমার পোষায় না। কেউ খারাপভাবে নেবেন না। এটা বোকামি লাগে। ছবির ব্যাপারটাও একইরকম'

২০২৩ সালে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ। জন্মদিনেই ভক্তদের ডাঙ্কির টিজারও উপহার দিয়েছেন। এক কথায় দিনে দিনে 'জওয়ান' হচ্ছেন তারকা।