Hindustan Times
Bangla

মেয়ে হলে কেমন দেখতে হতেন শাহরুখ-অমিতাভ-সলমন? দেখাল AI

অমিতাভ বচ্চনকে নেটপাড়া নাম দিল অমিতা বচ্চন। কারও মত তাঁকে রেখার মতো দেখতে লাগছে। 

চেনাই যাচ্ছে না শাহরুখ খানকে AI-এর কারিগরিতে। কেউ কেউ তাঁর মুখের সঙ্গে সুহানা খানের মিল পেয়েছেন। কেউ আবার স্ত্রী গৌরীর সঙ্গে।  

বরুণকে লাগছে ঠিক যেন কোনও সুপার মডেল। 

AI মতে আমির অভিনেত্রী হলে এরকমই দেখতে হতেন।

সলমন হয়ে গেলেন সালমা। আপনারও কি  এই ছবি দেখে ক্যাটরিনার কথা মনে আসছে?

অক্ষয়ের নাম রাখা হল অক্ষয় কুমারী। কে পারবে চিনতে!