Hindustan Times
Bangla

শ্যালিকার জন্মদিনে মুখোশ ছাড়াই হাজির জামাইবাবু রাজ! কত বছরে পা শিল্পার বোনের

৪৫ বছরের জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী শমিতা শেট্টি। পরিবারের সঙ্গেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন শমিতা।

বোনের জন্মদিন বলে কথা, হাজির হয়েছিলেন শিল্পা। ডিনার করতে এক রেস্তোরাঁয় গিয়েছিলেন সকলে।

রেস্তোরাঁয় প্রবেশের মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি শমিতা, শিল্পা, রাজ কুন্দ্রারা।

জমিয়ে হল শমিতার বার্থ ডে সেলিব্রেশন।

বোনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করেছেন শিল্পা।

রাজ কুন্দ্রা এবং শিল্পা-শমিতার মা সুনন্দা শেট্টিও যোগ দিয়েছেন পার্টিতে।