Hindustan Times
Bangla

ইতালি ঘুরছেন শানায়া, কফি কাপে চুমুক, মিলান শহরে কেমন ছুটি কাটাচ্ছেন

নতুন বছরের শুরুতে ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুর কন্যা শানায়া।

বছর ২৪-এর এই স্টার কিড শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন করণ জোহরের ছবির হাত ধরে।

ইতালির মিলান শহর থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি

ছবিগুলি পোস্ট করে শানায়া লিখেছেন, 'আবার দেখা হবে মিলান'।

মিলানের স্ট্রিটে স্টাইলিশ আউটফিটে ধরা দিয়েছেন শানায়া

সঞ্জয় কন্যার বিদেশ ভ্রমণের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন শানায়া