Hindustan Times
Bangla

ল্যাকমে ফ্য়াশন উইকে হলুদ শাড়িতে মঞ্চ মাতিয়েছেন সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুর কন্যা শানায়া কাপুর

টিউব কাটিং ব্লাউজ এবং হলুদ সিক্যুইন শাড়িতে লাস্যময়ী শানায়া

ডিজাইনার অর্পিতে মেহতার কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছেন সঞ্জয় কন্যা

ব়্যাম্প ওয়াকের সময় শানায়ার গ্ল্যামার যেন ফেটে পড়ছে, সামার কালেকশনের থেকে এই আউটফিট

মেয়েকে ব়্যাম্প ওয়াক এবং শো স্টপার হিসেবে দেখে গর্বিত মা মাহিপ কাপুর, নেটমাধ্যমের মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

ব়্যাম্প ওয়াকের আগে শানায়ার বিটিএস ভিডিয়ো, শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন 

‘বেধড়ক’ ছবি দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করবেন শানায়া কাপুর, তাঁর বলিউড ডেবিউ শুধুমাত্র সময়ের অপেক্ষা

বলিউডে ডেবিউর আগেই একাধিক ব়্যাম্প শোয়ে ওয়াক করতে দেখা গিয়েছে শানায়াকে, ডিজাইনার অর্পিতা মেহেতার সঙ্গে মাহিপ কন্যা