By Tulika Samadder
Published 6 May, 2023

Hindustan Times
Bangla

সুন্দর চুল পেতে এই ফল মাখেন শানায়া কাপুর, লাগান মুখেও

করণ জোহরের হাত ধরে বলি ডেবিউ হবে শানায়ার। কীভাবে নেন এই স্টার কিড চুলের যত্ন?

শানায়া জানিয়েছেন শুষ্ক আবহাওয়ায় হেয়ার স্টাইলিং টুল ব্যবহার করেন না। আর করলেও তা খুবই সামান্য। 

চুলের জন্য এমন প্রোডাক্ট ব্যবহার করেন, যা প্রাকৃতিক উপাদানে তৈরি। আর শানায়ার সবচেয়ে পছন্দের উপাদান হল অ্যাভোকাডো। 

শানায়ার মতে শুধু ত্বকের জন্য নয়, চুলের জন্যও সুপার ফুড অ্যাভোকাডো। চুলকে প্রয়োজনীয় আদ্রতা যোগায়। 

হিটিং হেয়ার টুল ব্যবহারের সময় তাপমাত্রা মাঝারি রাখতেই পছন্দ করেন। যাতে চুলের কনও ক্ষতি হবে না, কিন্তু চকচকে দেখাবে। 

অনেক তারকার মতো স্টিকি হেয়ার জেল ব্যবহারের পরিবর্তে, শানায়র পছন্দ হেয়ার স্প্রে।