Hindustan Times
Bangla

২০২৩ সালের শারদ পূর্ণিমা কবে? জেনে নিন পুজোর শুভ সময়

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শারদ পূর্ণিমা উদযাপিত হয়। বাংলায় তা কোজাগরী পূর্ণিমা। কোজাগরী পূর্ণিমার দিনে চাঁদ পৃথিবীর খুব কাছে থাকে।  

কথিত আছে, শারদ পূর্ণিমার রাতে চাঁদ থেকে নির্গত রশ্মি অমৃতের মতো। এই দিনে লক্ষ্মীপুজো করলে মেলে কাঙ্ক্ষিত ফল। 

পঞ্জিকা মতে, এ বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার, ২৮ অক্টোবর ভোর ৪টে ১৭ মিনিটে। যা শেষ হবে পরের দিন ২৯ অক্টোবর সকাল ১টা ৫৩ মিনিটে। 

উদয় তিথি এবং পূর্ণিমার চন্দ্রোদয়ের সময় ২৮শে অক্টোবর। তাই শারদ পূর্ণিমা শুধুমাত্র ২৮ অক্টোবর। শারদ পূর্ণিমার দিন চন্দ্রোদয় হবে বিকেল ৫টা ২০ মিনিটে। 

পৌরাণিক বিশ্বাস অনুসারে, শারদীয় পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে দর্শন করতে আসেন, তাই এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ উপকার পাওয়া যায়।

পূর্ণিমার রাতে লক্ষ্মী পুজো করা হয়। এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনার জন্য রাতে ৩টি শুভ সময় রয়েছে।

প্রথম শুভ সময়- রাত ৮টা ৫২ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট পর্যন্ত, অমৃত-সর্বোত্তম মুহূর্ত- রাত ১০টা ২৯ মিনিট থেকে রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত

আর একটি শুভ  সময় দুপুর ১২টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত।