Hindustan Times
Bangla

মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে এবারের শ্রাবণ মাস। তাই এবার শ্রাবণ মাসে চারটি সোমবার আছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাস হল মলমাস। অর্থাৎ সেই মাসে বিয়ে বা কোনও শুভ কাজ হবে না (ছবি এপি)।

এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ৭ শ্রাবণ। যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৪ জুলাই পড়েছে (ছবি এপি)

১৪ শ্রাবণ (ইংরেজি তারিখ অনুযায়ী, ৩১ জুলাই) পড়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার (ছবি এএনআই)

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ২১ শ্রাবণ। ৭ অগস্ট পড়েছে তৃতীয় সোমবার।

২৮ শ্রাবণে (ইংরেজি তারিখ অনুযায়ী, ১৪ অগস্ট) পড়েছে শ্রাবণ মাসের সোমবার (ছবি পিটিআই)। 

শ্রাবণ মাসের শেষ সোমবার উত্তর ২৪ পরগনার জলেশ্বর শিবমন্দিরে বিশেষ পুজো হয়। শেষ সোমবার থেকে তিনদিনের মেলা হবে।

এবার শ্রাবণ মাস শুরু হয়েছে ১৮ জুলাই থেকে। চলবে আগামী ১৮ অগস্ট পর্যন্ত। ৩২ দিনের মাস (ছবি এপি)।