By Subhasmita Kanji
Published 9 Oct, 2023

Hindustan Times
Bangla

আর কদিন পরই শুরু হতে চলেছে নবরাত্রি। তখন ৯ দিনে নয় রঙের পোশাক পরুন। 

এই বছর নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। 

নবরাত্রিতে নয়দিন ৯টি রঙের পোশাক পরা উচিত কারণ এই ৯ দিন দেবী দুর্গার প্রতিনিধিত্ব করে। 

প্রতিপদে পড়ুন ছাই বা স্লেট রঙের পোশাক। 

দেবী ব্রহ্মচারিণীর পুজো হয় দ্বিতীয়ায়। এই দিন গেরুয়া রঙের পোশাক পরুন। 

চন্দ্রঘণ্টার পুজো হয় তৃতীয়ায়। এই দিন সাদা রঙের শাড়ি বা পোশাক পরুন। 

চতুর্থীতে লাল রঙের পোশাক পরুন, এটা দেবী কুষ্মান্ডার প্রতীক। 

পঞ্চমীতে পরনে থাক নীল রঙের পোশাক। 

দেবী কাত্যায়নীর পুজো হয় ষষ্ঠীর দিন। এদিন হলুদ পোশাক পরুন। 

দেবী কালরাত্রির পুজো অর্থাৎ সপ্তমীতে হালকা সবুজ পোশাক পরুন। 

মহাগৌরীর পুজো হয় অষ্টমীতে। ওইদিন ডিপ সবুজ পোশাক পরবেন। 

নবরাত্রির নবম দিনে পরুন বেগুনি রঙের পোশাক।