Hindustan Times
Bangla

রোজ দাড়ি কামান? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

কত দিন অন্তর দাড়ি কাটা উচিত? রোজ দাড়ি কাটলে কী কী বিপদ হতে পারে 

অনেক পুরুষই রোজ দাড়ি কামান। বিশেষ করে যাঁরা অফিসে যান, তাঁরা নিয়মিত শেভ করেন। 

তবে কতটা ভালো এই অভ্যাস? এতে কি কোনও ক্ষতি হতে পারে?

সম্প্রতি ‘হেলথলাইন’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, এটি ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।

কেন এমন বলা হয়েছে?

চিকিৎসকেরা বলছেন, রোজ দাড়ি কামালে লোমকূপের গোড়াগুলি উন্মুক্ত হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে, সংক্রমণ ঘটায়। 

নিয়মিত দাড়ি কামালে ত্বকের নানা রকম সংক্রমণ হয়। ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি-সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। 

দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে, তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

কত দিন অন্তর দাড়ি কামানো উচিত?

চিকিৎসকদের মতে, এক-দু’ দিন অন্তর দাড়ি কামানো তুলনায় নিরাপদ। দাড়ি শেভ করার আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন। 

শেভ করার সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম মাখিয়ে নিতে পারেন। এতে সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে।