Hindustan Times
Bangla

শাড়িতে মোহময়ী শিল্পা, নায়িকার কিলার ফিগার ঝড় তুলল নেটদুনিয়ায়

শাড়িতে আগুন মার্কা নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি

টিউব ব্লাউজের সঙ্গে শাড়িটি পরেছেন শিল্পা

শাড়ির পাড়ে রয়েছে বিশেষ চমক, পাড় জুড়ে করা বড় বড় ফুলের কাজ

ভারতীয় সাজের পাশাপাশি পাশ্চাত্য সাজেও চোখ ধাঁধানো ফটোশ্যুটের ছবি শেয়ার করেন শিল্পা

এই মুহূর্তে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত শিল্পা। সুখী, নিকম্মা একের পর এক ছবি তাঁর ঝুলিতে।

রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ছবি দিয়ে ওটিটি-তে পা রাখছেন শিল্পা।