Hindustan Times
Bangla

ডার্বির আগে ইস্টবেঙ্গল শিবিরে খারাপ খবর।

কলকাতা ডার্বিতে খেলতে পারবেন না আনোয়ার আলি।

মুম্বই সিটি এফসি ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। 

জানা গিয়েছে দু’দিন অনুশীলনে এলেও পায়ে বল লাগাননি আনোয়ার আলি।

হুইলচেয়ারে মাঠ ছেড়ে ছিলেন, তার পর থেকে অনুশীলন করেননি।

আনোয়ার আলির পা এখনও ফুলে রয়েছে। জুতো পরতে পারছেন না।

পরের ম্যাচের কথা ভেবে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ কোচ অস্কার ব্রুজো।

জানা গিয়েছে সাউল ক্রেসপোরও একই অবস্থা, তাঁরও ডার্বিতে খেলার সম্ভাবনা কম।

জানা গিয়েছে ডার্বিতে রিজার্ভ বেঞ্চে থাকবেন নতুন বিদেশি রিচার্ড সেলিস।