Hindustan Times
Bangla

বিনা পয়সায় এই ৫ জিনিস নিলে পড়বেন শনির কোপে

শনির দশা, অন্তর্দশা, আড়াই, সাড়েসাতি বা কোষ্ঠীতে শনির যে কোনও অবস্থান থাকা মানেই সর্বনাশ আসতে বাধ্য। 

মনে করা হয় শনি যে কোনও ব্যক্তির ভালো-মন্দ কর্মের বিচার করে তাঁদের ফলাফল প্রদান করেন।

তবে  দরিদ্র-অসহায়দের নাকি শনি কষ্ট দেন না, তাঁদের ওপর থাকে নেক নজর। আর কুকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনির রোষের মুখে পড়তে হয়।

শনিদেবকে তুষ্ট করতে চাইলে এই ৫ জিনিস বিনা পয়সায় ভুলেও নেবেন না। 

নুন

শাস্ত্র মতে বিনা পয়সায় নুন নিলে ক্ষুব্ধ শনির প্রভাবে বাড়িতে রোগ ও ঋণ প্রবেশ করে।

সরষের তেল

সরষের তেলের সঙ্গে শনির বিশেষ সম্পর্ক রয়েছে। দানে বা ফ্রি-তে কখনও তেল নেবেন না। তাতে জীবনে আসবে গভীর সংঘাত। 

লোহা

লোহাকেও শনির সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়। তাই শনিবার লোহাকে বাড়িতে আনা অনুচিত, বিশেষ করে বিনা পয়সায়। এতে কুপিত হবে শনি। 

তিল

শনি ও রাহু-কেতুর দুষ্প্রভাব কম করার জন্য তিল দান করা হয়। তাই কারও কাছ থেকে তিলের দান নিলে সেই ব্যক্তির ওপর শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে। 

সূঁচ

দানে পাওয়া সূঁচ নিজের সঙ্গে সঙ্কট নিয়ে আসে। সঙ্গে আসে শনির কু নজরও।