Hindustan Times
Bangla

মাঘ মাস পড়তে চারদিকে এখন কেবলই বিয়ের সানাইয়ের সুর। টলিউডের একাধিক অভিনেতারাও বিয়ে করছেন। 

এবার কি সেই দলে নাম লেখালেন মুকুট ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া? 

সম্প্রতি তিনি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে একাধিক ছবি শেয়ার করেছেন যা দেখে নেটিজেনরা ভাবছেন তিনিও বুঝি বিয়ে করছেন। 

কিন্তু না, আসলে তিনি বিয়ে করছেন না। বরং তাঁর বন্ধুর বিয়ের নানা মুহূর্ত তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

তিনি মেহেন্দি পরেও ছবি তোলেন এবং সবার সঙ্গে ভাগ করে নেন সেই মুহূর্তের ছবি

বন্ধুদের সঙ্গে তাঁকে নানা পোজে ছবি তুলতে দেখা যায়

এদিন অভিনেত্রীকে হলুদ গাউনে দেখা যায়। সঙ্গে মাথায় পরেছিলেন মাথাপট্টি। বিভিন্ন পোজে তাঁকে এদিন ছবি তুলতে দেখা যায়। 

তবে তাঁর পোস্ট থেকেই স্পষ্ট তিনি নয়, বরং তাঁর বন্ধুর বিয়ে ছিল এটা। বিয়ের সময়ের ছবিও পোস্ট করেছেন