By Abhisake Koley
Published 16 Dec, 2024
Hindustan Times
Bangla
Most Sixes In SMAT 2024: মুস্তাক আলিতে ছক্কার ছড়াছড়ি, সব থেকে বেশি ছয় মেরেছেন কারা?
এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সব থেকে বেশি ছয় মারা পাঁচ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।
১. এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৬ ম্যাচে ব্যাট করে সব থেকে বেশি ২৯টি ছক্কা মেরেছেন গুজরাটের উর্ভিল প্যাটেল।
২. মধ্যপ্রদেশ দলনায়ক রজত পতিদার ৯টি ইনিংসে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি ছক্কা মেরেছেন।
৩. বরোদার ভানু পানিয়া ৭টি ইনিংসে ব্যাট করে তৃতীয় সর্বোচ্চ ২৫টি ছক্কা মেরেছেন।
৪. দিল্লির প্রিয়াংশ আর্য ৯টি ইনিংসে ব্যাট করে চতুর্থ সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরেছেন।
৫. মুম্বই দলনায়ক শ্রেয়স আইয়ার ৮টি ইনিংসে ব্যাট করে পঞ্চম সর্বোচ্চ ২২টি ছক্কা হাঁকিয়েছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন