Hindustan Times
Bangla

মেলবোর্ন টেস্টে কোন একাদশ নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া

 যশস্বী জয়সওয়ালকে ওপেন করতে দেখা যাবে, তরুণ ব্যাটারের থেকে বড় রানের আশা করা হবে। 

নিজের প্রিয় ওপেনিং জায়গায় ফিরতে পারেন রোহিত শর্মা।

কেএল রাহুলকে ওপেনিং থেকে সরিয়ে তিন নম্বরে নামিয়ে আনা হতে পারে। 

মনে করা হচ্ছে চার নম্বরে ব্যাট করতে না বেন বিরাট কোহলি।

ভারতের মিডল অর্ডারকে শক্ত করতে পাঁচে নামতে পারেন ঋষভ পন্ত।

শুভমন গিলকে নেওয়া হলে নীতীশ রেড্ডিকে বাদ দেওয়া হতে পারে। তবে অনেকে নীতীশকে দলে রাখতে বললেন।

মেলবোর্নের পিচে স্পিনাররা দারুণ কিছু করতে পারেন। সেই কারণে ওয়াশিংটন সুন্দর জায়গা পেতে পারেন।

শুধু ওয়াশিংটন নয়, রবীন্দ্র জাদেজাকেও এই ম্যাচে দেখা যেতে পারে।

আকাশদীপ যেভাবে গাব্বা টেস্টে খেলেছেন তাতে অনেকেই মেলবোর্নেও তাঁকে চাইছেন। তবে অনেকে হর্ষিতের নাম উস্কে দিচ্ছে।

জসপ্রীত বুমরাহর হাতে থাকবে মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের বোলিং দায়িত্ব।

মনে করা হচ্ছে এই ম্যাচেও সুযোগ পাবেন মহম্মদ সিরাজ।