By Priyanka Bose
Published 5 Apr, 2023

Hindustan Times
Bangla

তারকা ক্রিকেটার শুভমন গিলের বোনকে চেনেন, রইল তাঁর সেরা ১০ ছবি

টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যান আইপিএলের ১৬ নম্বর মরশুম খেলছে

এই বছর গুজরাট টাইটান্সের হলে খেলছেন তিনি, প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলে অর্ধ শতরান করেছেন 

শুভমন গিলের এক বোন রয়েছে, চেনেন তাঁকে?

শুভমনের বোনের নাম শেহনীল গিল, বেশ রূপসী তিনি

শেহনীল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয়, প্রচুর ফলোয়ার্স তাঁর

ফ্য়াশনের মামলায় তুখোড় শেহনীল

দাদা শুভমন গিলের সঙ্গে প্রায়শই খুনসুটিতে ভার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শেহনীল

দুই ভাইবোনের একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়