Hindustan Times
Bangla

প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে কি চুলের ক্ষতি হয়?

চুলে জমে থাকা ময়লা, চুলের গোড়ায় জমে থাকা অতিরিক্ত তেল দূর করতে শ্যাম্পু ব্যবহার করা জরুরি। তবে প্রতিদিন বা অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে। 

প্রতিদিন চুলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করলে কী হয়? 

চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। খুশকির উপদ্রব দেখা দিতে পারে।  চুল ভঙ্গুর হয়ে যায়।

আগা ফেটে যেতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে পড়ে। 

চুলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। জল দিয়েও প্রতিদিন চুল না ধোয়ার চেষ্টা করুন। সপ্তাহে তিনবার চুলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে আরও কিছু ব্যাপারের উপরেও নির্ভর করে এটা। 

শ্যাম্পুতে কেমিক্যাল থাকে। ফলে বারবার ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয়। চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক। 

যেভাবে বানাবেন- এক কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।