By Priyanka Bose
Published May 16, 2023

Hindustan Times
Bangla

রান্না করা খাবারে বার বার চুল খুঁজে পাচ্ছেন? জানেন এটি কীসের ইঙ্গিত

অনেক সময় খাবার খাওয়ার সময় আচমকা হাতে চুল পড়ে। সেই সময় খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। বমি বমি ভাব শুরু হয়।

অনেক সময় খাবারে একটানা চুল বের হতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসার এটা একপ্রকার সমস্যার লক্ষণ।

খাবারে অনেক সময় চুল পড়ার কী লক্ষণ? দেখে নেওয়া যাক-

বিশ্বাস করা হয়, পর পর খাবারে চুল পেলে আসন্ন সংকটের লক্ষণের আভাস দেয় সেটা।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, খাবারে ঘন ঘন চুল পড়া রাশিতে ভারী রাহুর লক্ষণ হতে পারে।

খাবার সময় ঘন ঘন চুল পড়া পিতৃদোষের লক্ষণ হতে পারে।

পিতৃপক্ষের সময় যদি বার বার খাবারে চুল দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার পিতৃপুরুষের কোনও বিষয় আপনার উপর রেগে আছেন। 

যদি কোনও খাবার থেকে চুল বেরিয়ে আসে, তবে সেই খাবার এড়িয়ে চলতে হবে। কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে সেই খাবার।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।