Hindustan Times
Bangla

২০২৫ দোরগোড়ায় কড়া নাড়ছে। এই বছর একাধিক বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে। তালিকায় আছে কোনগুলি? 

২০২৫ এর ইদে মুক্তি পাচ্ছে সিকান্দর। সলমন খান ছাড়াও এই ছবিতে থাকবেন রশ্মিকা মন্দানা, সুনীল শেট্টি। 

যশরাজ স্পাইভার্সের আগামী ছবি তথা প্রথম মহিলাকেন্দ্রিক এবং মহিলা স্পাইয়ের ছবি আলফাও মুক্তি পাবে এই বছর। মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। 

ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটিও মুক্তি পাবে ২০২৫ সালে। এখানে উঠে আসবে সম্ভাজি মহারাজের কথা। 

জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি জলি এলএলবি ৩ মুক্তি পাবে ২০২৫ এই। এই ছবিতে মুখোমুখি হবেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সি। 

টাইগার শ্রফ তাঁর বাঘি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ভাগ বাঘি ৪ নিয়ে আসবেন ২০২৫ এ। 

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার ২ মুক্তি পাবে ২০২৫ সালে। এটাও যশরাজ স্পাইভার্সের ছবি। 

আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানার জুটির ছবি থামা মুক্তি পাবে ২০২৫ সালে।