By Priyanka Mukherjee
Published 18 Sep, 2023

Hindustan Times
Bangla

মেয়ের সঙ্গে মিলিয়েই একরত্তি ছেলের নাম রাখলেন গায়ক অনীক, জানুন সেই নামের অর্থ

সাত দিন আগেই বাবা হয়েছেন অনীক-দেবনীলা, এবার খুদের নামকরণ করলেন গায়ক

মেয়ে আদ্যার বয়স এখন পাঁচ, ইতিমধ্যেই অনীকের ঘরে এল নতুন সদস্য

মেয়ের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছেন অনীক, একরত্তির নাম   'আদবান' যার অর্থ হল সূর্য

ছেলেকে স্বাগত জানাতে নীল-হলুদ-সাদা বেলুনে সেজে উঠেছিল ঘর, ছেলেকে কোলে আর মেয়ে পাশে নিয়ে কেক কাটলেন দেবনীলা

ছেলের জন্মের তারিখ, সময় সবকিছু খোদাই করা ছিল সেই কেকে। ছেলের প্রথম ঝলক আগেই সামনে এনেছেন দম্পতি

ছেলে আসায় পরিবার যে সম্পূর্ণ হয়েছে সে কথাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সারেগামাপা খ্যাত গায়ক

২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। এরপর ২০১৮ সালের অগস্টে মেয়ের বাবা হন অনীক ধর।

 ২০০৭-এ সারাগামাপা বাংলা জেতার পর লাইমলাইটে এসেছিলেন অনীক। সেই বছরই জি টিভির সারেগামাপা-র মঞ্চেও বিজয়ীর খেতাব জিতে নেন কলকাতার এই ভূমিপুত্র