প্রত্যেক বছরের মতো এবারও ইমন চক্রবর্তীর সাংস্কৃতিক অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত হয় বাণী বন্দনা ২০২৫। তারই বেশ কয়েক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা।
লিলুয়ায় নিজের গানের স্কুলে পুজো থেকে অঞ্জলি দেওয়া, সব ছবিই পোস্ট করেছেন ইমন।
পুজোর দিন কাঁচা হলুদ রঙের শাড়ি আর লাল ব্লাউজে সাজতে দেখা গিয়েছিল ইমনকে। সঙ্গে কপালে ছিল লাল সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর আর ঠোঁটে লিপস্টিক।
পুজোর দিন ইমনের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ।
এদিন নিজের হাতেই পুজোর জোগাড় করতে দেখা যায় ইমন চক্রবর্তীকে।
ছাত্রছাত্রীদের পাশে নিয়ে পুজো থেকে অঞ্জলি, সব ছবিই পোস্ট করেছেন গায়িকা।
তখন পুরোহিত মশাই সকলকে শান্তি জল দিচ্ছেন।
এদিন গানের স্কুলের ফুল দিয়ে সাজানো সরস্বতী মূর্তির ছবি পোস্ট করেন ইমন।