By Priyanka Bose
Published 29 Jul, 2023

Hindustan Times
Bangla

ভাইরা তারকা ক্রিকেটার! দিদি-বোনেরাও কম যান না, দেখুন ছবি

সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর। সারা তেন্ডুলকর, অর্জুন তেন্ডুলকর দুই ভাইবোন।

ফাজিলকার একজন কৃষকের ছেলে শুভমন গিল। তাঁর বোন শাহনীল গিলের সঙ্গে ছবি।

সাক্ষী পন্ত টিম ইন্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের বোন

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এক দিদি রয়েছে, নাম ভাবনা কোহলি।

ধোনির দিদি জয়ন্তী গুপ্তা।

টিম ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহারের বোন মালতি চাহার 

টিম ইন্ডিয়া এবং মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহর দিদি জুহিকা বুমরাহ