By Laxmishree Banerjee
Published 18 Mar, 2024
Hindustan Times
Bangla
আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে! কমলার খোসা দিয়ে ফেরান জেল্লা
আজকাল বিয়ের মৌসুমে সমস্ত মহিলাই ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করতে বিভিন্ন ধরণের পণ্য ব্যবহার করেন।
আপনি এত দামী পণ্য ব্যবহার না করে কমলার খোসা এইভাবে ব্যবহার করেই আপনার ত্বক চকচকে করতে পারবেন।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল করে এবং মুখের কালো ভাব দূর করতে সাহায্য করে।
কমলা ব্যবহার করতে প্রথমে একটি পাত্রে কমলার খোসা নিয়ে পিষে নিন।
তারপর এতে ২ চামচ মধু মেশান এবং আপনি চাইলে শুকনো কমলার খোসাও ব্যবহার করতে পারেন।
এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে প্রায় ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
এরপর স্বাভাবিক জল বা তুলো দিয়ে মুখ পরিষ্কার করে দেখুন। সপ্তাহে ৩ বার এমনটা করলেই উপকার বুঝতে পারবেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন