Hindustan Times
Bangla

কীভাবে মুখ থেকে ব্রণের দাগ দূর করবেন?

কীভাবে মুখ থেকে ব্রণের দাগ দূর করবেন?

ব্রণ বা মেচতার দাগ কয়েকদিন ধরে যদি সেরে না যায়, তাহলে মুখে জেদী দাগ পড়ে যায়।

ক্লিনজার হিসেবে কাঁচা দুধ ব্যবহার করুন। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড দাগ ও দাগ দূর করবে।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে অ্যালোভেরা জেল লাগান। এটি মুখের ব্রণ নিরাময় করবে এবং ব্রণের দাগ থেকেও মুক্তি পাবে।

দুধ, হলুদ এবং লেবুর রসের পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাবেন।

এক চামচ বেসন, এক চামচ হলুদ এবং এক চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট।

টমেটো, এক চিমটি হলুদ এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। দাগ ও দাগ থেকে মুক্তি পাবেন।

বিঃদ্রঃ আপনার যদি এগুলির কোনওটিতে অ্যালার্জি থাকে তবে এগুলি ব্যবহার করা এড়িয়ে চলুন।