By Sanket Dhar
Published Feb 5, 2023
Hindustan Times
Bangla
ঘুমোনোর আগে এই ৪টি টোটকায় মুখ করে তুলুন উজ্জ্বল ও জেল্লাদার
মুখের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই নানারকম টোটকা ব্যবহার করেন। কিন্তু তারপরেও মনমতো জেল্লা পাওয়া যায় না।
মুখের জেল্লা বাড়াতে নানারকম প্রসাধনী দ্রব্যও অনেকে ব্যবহার করেন। কিন্তু লাভ হয় না। বরং দেখা যায়, ত্বকের বেশ ক্ষতি হয়েছে।
ঘুমোনোর আগে এইগুলি করলে ত্বক সহজেই সুন্দর হয়ে উঠবে। আরও কোনও চিন্তা থাকবে না।
শোওয়ার আগে মুখে গোলাপ জল লাগান। এতে ত্বক পরিস্কার ও উজ্জ্বল হবে।
গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপজলের সঙ্গে ওটমিল মিশিয়ে মুখে লাগান। এতে মুখের ত্বকে জমে থাকা ময়লা সহজেই দূর হবে।
ওটমিলের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। এতে ত্বকের ধুলোময়লা সহজেই দূর হবে।
মেকআপ থাকলে তা তুলে তবেই ফেসপ্যাক লাগান। নয়তো ভালো ফল মিলবে না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন