Hindustan Times
Bangla

ধূমপান ছাড়লে ত্বকের কী হতে পারে জানেন? রইল বিশেষজ্ঞদের মত

ধূমপান এমনিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ফুসফুসের বেশ ক্ষতি করে‌। 

তবে ধূমপান করলে ত্বকের উপরও প্রভাব পড়ে। 

ধূমপানের ফলে ত্বকের নিচে থাকা রক্তনালিগুলি সরু হয়ে যায়। এতে রক্ত সঞ্চালন কমে যায়। 

এছাড়াও ত্বকের কোলাজেন ও ইলাস্টিন ফাইবার নষ্ট করে দেয় ধূমপান।

ত্বকের পিগমেন্টেশনের জন্য দায়ী ধূমপান। এতে ত্বকের রঙ ধূসর, লালচে প্রকৃতির হয়ে যেতে থাকে। 

সময়ের আগে ত্বক বুড়িয়ে যাওয়ার পিছনে বড় কারণ ধূমপান। 

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধূমপান করলে সোরিয়াসিস ও একজিমাও হতে পারে।

ধূমপান ছাড়লে এই সব সমস্যাই দূর হয়। বয়স বাড়লেও ত্বক সুন্দর থাকে।