Hindustan Times
Bangla

ODI ক্রিকেটে রেকর্ড-ব্রেকিং রান তুলল ভারতের মহিলা দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ODI ম্যাচে ৩৭০/৫ রান তুলল ভারত।

ভারতের মহিলা দল এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধ ৩৫৮/২ রান তুলেছিল।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI-এ ৩৫৮/৫ রান তুলেছিল ভারতের মহিলা দল।

অবশেষে সেই স্কোরকে টপকে গেল স্মৃতি মন্ধনার ভারত।

এই ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ODI শতরান করলেন জেমিমা রডরিগেজ। 

১৫১তম আন্তর্জাতিক ম্যাচে তিন অঙ্কের রানে পৌঁছেছেন জেমিমা রডরিগেজ।

এই ম্যাচে ৯১ বলে ১২টি চার মেরে ১০২ রান তোলেন জেমিমা।

এই শতরানের পরে জেমিমার সেলিব্রেশন করার মুহূর্ত ছিল বেশ মজার।