By Sanjib Halder
Published 10 Jan, 2025
Hindustan Times
Bangla
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিম ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারতের মহিলা ক্রিকেট দল।
শুক্রবার রাজকোটের এই ম্যাচ জয়ের ফলে ১-০ এগিয়ে গেল স্মৃতি মন্ধনার টিম ইন্ডিয়া।
এ দিনের ম্যাচে আয়ারল্যান্ডের মহিলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৮/৭ রান তোলে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের হয়ে গ্যাবি লুইস অল্পের জন্য শতরান মিস করেন, ১২৯ বলে ৯২ রান করেন।
এছাড়া আয়ারল্যান্ডের হয়ে লিয়া পল ৭৩ বলে ৫৯ রান করেন। ভারতের প্রিয়া মিশ্র নেন দুটি উইকেট।
রান তাড়া করতে নেমে ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্মৃতি মন্ধনারা।
এই সময়ে দলের ক্যাপ্টেন স্মৃতি ২৯ বলে ৪১ রান করেন, প্রতিকা রাওয়াল ৯৬ বলে ৮৯ রান করেন।
এছাড়া হারলিন দেওল ৩২ বলে ২০ রান ও তেজল হাসাবনিস ৪৬ বলে ৫৩ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন প্রতিকা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন