দক্ষিণী রীতি মেনে বিয়ের আগে পেলি কোডুকু এবং পেলি কুতুরু অনুষ্ঠানের নানান মুহূর্ত নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছে নাগার হবু বউ শোভিতা ধুলিপালা।
এই অনুষ্ঠানে ট্রাডিশনাল লাল কাঞ্জিভরম শাড়ি, ফুল হাতা ব্লাউজ ও ভারী গয়নায় সাজতে দেখা গিয়েছি শোভিতা ধুলিপালাকে।
কিন্তু কী এই পেলি কোডুকু এবং পেলি কুতুরু অনুষ্ঠান?
পেলি কোডুকু এবং পেলি কুতুরু হল অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় বিবাহ পূর্বের এক অনন্য আচার। যদিও তাঁদের স্বতন্ত্র রীতিনীতি রয়েছে, এই অনুষ্ঠানগুলি উত্তর ভারতীয় বিবাহের হলদি অনুষ্ঠানের মতো। পেলি কোডুকু হল বরের হলদি অনুষ্ঠান, আর পেলি কুতুরু হল কনের জন্য।
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা পেলি কোডুকু এবং পেলি কুতুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু পাত্র-পাত্রীর পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা।
পেলি কোডুকু এবং পেলি কুতুরু অনুষ্ঠান পর্ব শেষে চলে বড়দের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার পর্ব, সেই ছবিও পোস্ট করেছেন শোভিতা।
পেলি কোডুকু এবং পেলি কুথুরু অনুষ্ঠান পর্বের শেষে অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় হবু বধূকে লাল কাচের চুড়ি দেওয়ার রীতি রয়েছে। যেটা উত্তর ভারতে চুড়া সেরিমনি হিসাবে পরিচিত।
অনুষ্ঠানে বড়দের থেকে আশীর্বাদ গ্রহণ করছেন শোভিতা ধুলিপালা।