Hindustan Times
Bangla

রাজকীয়ভাবে ক্রিসমাস উদযাপন করতে এবার পৈত্রিক ভিটে পতৌদি প্যালেসে পৌঁছে গিয়েছিলেন সোহা। সঙ্গী স্বামী কুণাল আর তাঁদের আদরের মেয়ে ছোট্ট ইনায়া।

পতৌদি প্যালেসে অলস কাটানোর নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পতৌদিদের রাজকন্যা সোহা আলি খান।

পতৌদি প্যালেসের আশপাশে ঘুরে বেড়ানোর সময় দুই পথ কুকুরকে আদরে ভরালেন সোহা ও ছোট্ট ইনায়া।

প্রাসাদে পতৌদিদের রাজকন্যা, শীতের দুপুরে সোহার সর্বপক্ষণের সঙ্গী মেয়ে ইনায়া।

ছাদে বসে বইয়ের পাতায় চোখ সোহার, পায়ের কাছে পোষ্যটি তখন শীতঘুম দিচ্ছে।

পোষ্যকে সঙ্গে নিয়ে দাদু মনসুর আলি খানের প্রাসাদ ভ্রমণে ব্যস্ত ছোট্ট ইনায়া।

হরিয়ানার গুরগাঁও-তে এখন কনকনে ঠান্ডা, অগত্যা ফায়ার প্লেসের সামনে বসে কুণাল খেমু।

দরজার বাইরে থেকেই প্রাসাদের অন্দরমহলে চোখ রাখতে দেখা গেল সোহা-কুণালের পোষ্যটিকে।