By Subhasmita Kanji
Published 5 Oct, 2023

Hindustan Times
Bangla

৪ অক্টোবর ৪৫ বছরে পা দিলেন সোহা আলি খান। 

স্বামী কুণাল খেমু এবং বন্ধুদের সঙ্গেই এদিন জন্মদিন কাটালেন পতৌদি কন্যা। 

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন এদিন। 

প্রথম ছবিতে দেখা যায় কুণাল তাঁকে জড়িয়ে চুমু খাচ্ছেন। কেকের সঙ্গেও পোজ দেন তিনি। 

স্ত্রীকে এদিন নিজের হাতে রান্না করে খাওয়ান কুণাল। 

পিয়ানো বাজিয়ে নিজের সঙ্গেও খানিক সময় কাটান শর্মিলা ঠাকুরের মেয়ে। 

বাদ দেন না শরীর চর্চা করতে। জন্মদিন উপলক্ষ্যে ৪৫ লেখা একটি ডাম্বল নিয়ে পোজ দেন। 

সোহার কন্যাও তাঁকে জন্মদিন উপলক্ষ্যে একটু বেশি আদর করে দেয় এদিন। 

জন্মদিনে ছোটবেলার স্মৃতিতেও ডুব দিতে দেখা যায় তাঁকে। পোস্ট করেন ছেলেবেলার একটি ছবি।