Hindustan Times
Bangla

৫ জানুয়ারি, রবিবার প্রয়াত পতৌদি নবাব, ক্রিকেটার মনসুর আলি খানের ৮৪ তম মৃত্যুবার্ষিকী। বাবার জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মেয়ে সোহা।

সেই ক্রিসমাসের ছুটি কাটানোর সময় থেকে নববর্ষ উদযাপন, আপাতত শীতের ছুটিতে নিজেদের পারিবারিক প্রাসাদেই স্বামী কুণাল খেমু ও মেয়ে ইনয়াকে নিয়ে রয়েছেন সোহা আলি খান।

এর মধ্যে ৫ জানুয়ারি, মেয়ে ইনায়া ও স্বামী কুণাল খেমুর হাত ধরেই টাইগার পতৌদির ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন করলেন সোহা।

পতৌদি প্য়ালেসেই রয়েছে নবাব মনসুর আলি খানের কবর, তারই সামনে দাঁড়িয়ে কেক কেটে, বাতি জ্বালিয়ে দাদুর জন্মদিন পালন করে ছোট্ট ইনায়া।

এদিন দাদুর উদ্দেশ্যে তাঁর জন্মদিনে একটা চিঠিও লেখেন ছোট্ট ইনায়া। সেই চিঠিটিও টাইগার পতৌদির কবরস্থানে রাখতে দেখা যায় সোহাকে।

১৯৪১ সালে জন্ম, ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ৭০ বছর বয়সে মৃত্যু হয় মনসুর আলি খান পতৌদির। পতৌদি প্যালেসেই রয়েছে তাঁর স্মৃতিসৌধ।