By Priyanka Mukherjee
Published 4 Jan, 2025
Hindustan Times
Bangla
ভেঙেছে বিয়ে! বিকিনিতে বোল্ড অবতার জলসার নায়িকার, কার সঙ্গে গোয়ায় সোহিনী?
কালো বিকিনিতে উন্মুক্ত বক্ষযুগল, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সোহিনী গুহ রায়ের এই ছবি
ময়ূরপঙ্খী, 'গঙ্গারাম' ‘দ্বিতীয় বসন্ত’ র মতো মেগায় লিড চরিত্রে দর্শক দেখেছে সোহিনীকে
টিভির পর্দায় দর্শক তাঁকে শাড়িতে দেখতেই অভ্যস্ত, বাস্তব জীবনে কিন্তু নিজের পোশাক নিয়ে বরাবরই সাহসী এই কন্যে
২০২৪ সালে বিয়ে ভেঙেছে গঙ্গারাম নায়িকার, ব্যবসায়ী কল্লোলের সঙ্গে তিন বছরের দাম্পত্য ইতি টেনেছেন
প্রকাশ্যে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ নায়িকার। আপতত জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন তিনি
গোয়া ট্রিপে একাই গিয়েছিলেন সোহিনী, অন্তত এয়ারপোর্টে একাই ধরা দিয়েছেন
বিকিনি নিয়ে ট্রোলিং-এর জবাবও দিয়েছেন সপাটে। সোহিনীর কথায়, ' আমি বিচে গেলে এটাই পরব। যেটা আমি পরি। শাড়ি আমি পরব না।’
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন