By Priyanka Mukherjee
Published 15 Aug, 2023
Hindustan Times
Bangla
হলুদ পাড় শাড়িতে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে সৌমিতৃষা, নজর কাড়ল মিঠাইরানির কোমরের তিল!
প্রধান-এর প্রস্তুতিতেই কাটছে দিন, তাই সোশ্যাল মিডিয়ায় আজকাল বিশেষ দেখা মিলছে না সৌমিতৃষার
তবে স্বাধীনতা দিবসের দিন হলুদ পাড় অফ হোয়াইট শাড়িতে ধরা দিলেন সৌমিতৃষা, সঙ্গে তুঁত রঙা ব্লাউজ
চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট টিম, ছিমছাম সাজেই মন জিতলেন নায়িকা
সৌমিতৃষার এই পোস্টে উপচে পড়ছে কমেন্ট, অনেকেরই নজর কাড়ছে তাঁর সরু কোমরের কালো তিল!
প্রধান-এর চরিত্র হয়ে উঠতে এক ঢাল লম্বা চুল কেটে ফেলেছেন নায়িকা। নতুন লুকে এটা তাঁর দ্বিতীয় পোস্ট
সম্প্রতি দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্যর স্ক্রিনিং-এ হাজির হয়ে নায়ককে প্রশংসায় ভরিয়েছেন মিঠাই
এই মাসের শেষেই শুরু 'প্রধান''-এর শ্যুটিং।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন