Hindustan Times
Bangla

জি বাংলার পর্দায় জুটিতে সৌমিতৃষা-রোহন, সুখবর দিলেন মিঠাইরানি

এখনই মেগা সিরিয়ালে ফিরবেন না স্পষ্ট জানিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। তবে ছোটপর্দায় কাজ করতে তো বাধা নেই

খুব শীঘ্রই জি বাংলার নন-ফিকশন শো 'ডিয়ার ডিসেম্বর' সঞ্চালনা করতে দেখা যাবে সৌমিতৃষাকে

এই শো-তেই অ্যাঙ্কর সৌমিতৃষার জোড়িদার হবেন 'ভাসান বাপি' রোহন ভট্টাচার্য

জি বাংলা পরিবারে ফিরতে পেরে উচ্ছ্বসিত সৌমিতৃষা। জানিয়েছেন, 'এই নিয়ে দ্বিতীয়বার আমি সঞ্চালকের ভূমিকায়।আসছে ডিয়ার ডিসেম্বর' 

তাঁকে এই সুযোগ করে দেওয়ার জন্য সৌমিতৃষা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, পরিচালক অভিজিৎ সেন-কে। তাঁর পরিচালনায় আগেই প্রধান ছবিতে কাজ করেছেন নায়িকা

দীর্ঘদিন পর জি বাংলা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পেরে খুশি মিঠাইরানি। এখন প্রশ্ন হল এই অনুষ্ঠানে কি আদৃতের সঙ্গে সাক্ষাৎ হবে সৌমিতৃষার? 

এই চ্যানেলেই মিত্তির বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে আদৃতকে

সৌমিতৃষার সঞ্চালনা দেখতে কারা কারা উত্তেজিত?