Hindustan Times
Bangla

বিদেশে পড়াশোনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় কন্যা, রইল সানার সেরা ১০ ছবি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় প্রায়শই তাঁর ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় থাকেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ের নাম সানা।

সানা ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক। 

সৌরভ কন্যা সানা বেশ স্টাইলিশও। বেশির ভাগ সময় তাঁকে ক্য়াজুয়াল লুকে দেখা যায়। ভারতীয় পোশাকও সমান ভাবে ক্যারি করেন তিনি।

মেয়ে সানার সঙ্গে দেখা করতে প্রায়শই বিদেশ উড়ে যান সৌরভ এবং ডোনা।

ইউসিএলে  ২০২০ সাল থেকে পড়ছেন সানা। ২০২৩ সালে তাঁর গ্রাজুয়েশন শেষ হতে চলেছে।

কলকাতার নামকরা লরেটো হাউস স্কুল থেকে ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন সৌরভ কন্যা।

বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শ সংস্থা ‘PWC’-তে বর্তমানে ইন্টার্নশিপ করছেন সানা।

মা ডোনার মতো নাচেও বেশ পারদর্শী সানা। বিভিন্ন নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে।