Hindustan Times
Bangla

'জওয়ান' ছবিতে দেখা যাবে এই দক্ষিণী নায়িকাকে, গোয়ায় বিকিনিতে গ্ল্যামার ছড়াচ্ছেন অমলা

দক্ষিণী অভিনেত্রী অমলা পল আজকাল গোয়ায় ছুটি উপভোগ করছেন। বিকিনিতে সিজলিং হট ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়।

শুধু ছবিতেই নয় বাস্তব জীবনেও অত্যন্ত সাহসী অমলা পল। জলপ্রপাতের মধ্যে বিকিনিতে পোজ দিয়ে ছবি তুলেছেন অমলা।

ছবি শেয়ার করার পাশাপাশি অমলা লিখেছেন, 'প্রকৃতির মাঝে ঢেউয়ের খেলা, যেখানে বৃষ্টির ফোঁটা আর জলপ্রপাতের মিশেল।' 

আজকাল ‘জওয়ান’ ছবি নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। ছবিতে তাঁকে শাহরুখের সঙ্গে একটি ফাইট সিকোয়েন্সে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অমলা। তাঁর নাম প্রায়ই বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি 'আদাই'-এ একটি অন্তরঙ্গ দৃশ্য করেছিলেন। প্রথমে দৃশ্য নিয়ে খুব অস্বস্তিতে থাকলেও পরে সহজেই ১৫ জনের সামনে নগ্ন দৃশ্যে শ্যুট করে চর্চায় থাকেন অমলা।