By
Published 8 Jan, 2025
Hindustan Times
Bangla অধিনায়ক হিসেবে বিরল নজির গড়লেন সাউথ আফ্রিকার টেম্বা বাভুমা
বাভুমার অধিনায়কত্বে পাকিস্তানকে ২-০ তে টেস্ট সিরিজ হারায় সাউথ আফ্রিকা
টেম্বার অধিনায়কত্বে প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে প্রোটিয়ারা
টেম্বা বাভুমা অধিনায়ক হিসেবে নিজের প্রথম ৯ ম্যাচের ৮টি ম্যাচেই জয়ের রেকর্ড গড়লেন
সেই সঙ্গে দঃ আফ্রিকা চলতি WTC পয়েন্ট তালিকায় এক নম্বর স্থান নিশ্চিত করে
১৯২১ সালে অধিনায়ক হিসেবে প্রথম ৯টি টেস্টে জয়ের নজির গড়েন ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যান
বাভুমার সঙ্গে একই তালিকায় রয়েছেন প্রথম ৯ ম্যাচে ৮টি টেস্ট জেতা ওয়ারউইক আমস্ট্রং এবং লিন্ডসে হ্যাসেট
ক্লিক করুন