By Priyanka Bose
Published 5 Sep, 2023

Hindustan Times
Bangla

দক্ষিণের এই অভিনেত্রীদের নামে তৈরি হয়েছে মন্দির, জানেন কে কে

 দক্ষিণ ভারতের একাধিক তারকার নামে মন্দিরও রয়েছে। রোজ দেবতার মতো তাঁদের পুজো করা হয় সেখানে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি-

অজয় দেবগণের সঙ্গে ‘সিংঘম’ ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়াল। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কাজলের নামে একটি মন্দির রয়েছে।

সামান্থা রুথ প্রভুর প্রচুর ভক্ত। এই দক্ষিণী সুন্দরীর নামেই একটি মন্দির তৈরি করেছেন ভক্তরা।

হৃতিক রোশন অভিনীত ‘কোই মিল গয়া’ ছবিতে শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন হংসিকা মোতওয়ানি। অভিনেত্রীর নামে মাদুরাইয়ে একটি মন্দির রয়েছে।

শুধুমাত্র দক্ষিণ ভারতেরই নয়, বলিউডেরও পরিচিত মুখ হলেন নাগমা। তাঁর নামে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হয়েছে।

অভিনেত্রী নিধি আগরওয়ালের ভক্তরা চেন্নাইয়ে তাঁর নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে দক্ষিণী সুন্দরীর একটি বিরাট মূর্তিও রয়েছে।

দক্ষিণী সুন্দরী নয়নতারা শীঘ্রই শাহরুখ খানের ‘জওয়ান’এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। ২০১৪ সালে নয়নতারার অনুরাগীরা ঠিক করেছিলেন অভিনেত্রীকে সম্মান জানাতে তাঁর নামে একটি মন্দির প্রতিষ্ঠা করবেন। কিন্তু অভিনেত্রী এ বিষয়ে জানার পর তাঁদের অনুরোধ করেন একাজ করতে না।