Hindustan Times
Bangla

মাকড়সার জাল খুব বিরক্তিকর! সহজে পরিষ্কার করুন ৫ উপায়ে

প্রতিদিন ঘর পরিষ্কারের পরেও দেওয়ালের কোনে মাকড়সার জাল দেখতে পান?

পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়িতে লক্ষ্মীর বাস হয়। বাড়িতে মাকড়সার জাল থাকা বাস্তু অনুসারে অত্যন্ত অশুভ। কীভাবে পরিষ্কার করবেন?

ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার করার উপায়, জেনে নিন-

স্প্রে-র বোতলে সাদা ভিনেগার ঢালুন। মাকড়সার জালের জায়গাটি ভালোভাবে স্প্রে করুন। তীব্র গন্ধের কারণে মাকড়সা আর সেই জায়গায় আসবে না।

পুদিনা জল বা পুদিনা তেলের স্প্রেও জাল পরিষ্কার করতে খুব উপকারি।

নীলগিরি তেল মাকড়সতা তাড়াতে খুব উপকারি। বাজার থেকে কেনা যায়। স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করুন।

মাকড়সা বার বার জাল তৈরি করলে কমলা বা লেবুর খোসা রাখতে পারেন সেখানে। এর গন্ধে মাকড়সা একেবারে আসবে না।

নিয়মিত ঘর পরিষ্কার করাও খুব জরুরি। প্রতিদিন ঘরের কোনাগুলি পরিষ্কার রাখুন যেন মাকড়সা জাল বুনতে না পারে। জাল তৈরি করলে এটি ইতিমধ্যে পরিষ্কার করুন।