By Priyanka Mukherjee
Published Jan 26, 2023
Hindustan Times
Bangla
মাত্র ১০০০ টাকায় পান শ্রাবন্তীর এই গর্জাস লুক
টলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা শ্রাবন্তী
লাল-কালো সুতোর কাজের বেগমপুরি তাঁত শাড়িতে শ্রাবন্তী
কালো ব্লাউজের সঙ্গে বাংলার ঐতিহ্যশালী শাড়িতে অপরূপা নায়িকা
জানেন শ্রাবন্তীর এই শাড়ির দাম কত? শুনলে চমকে যাবেন!
ডিজাইনার প্রাণাক্ষীর এই শাড়ির মূল্য মাত্র ৮৫০ টাকা
যদিও তাঁতিদের কাছ থেকে সরাসরি এই শাড়ি কিনলে আপনি পেয়ে যাবেন মাত্র ৫০০ টাকাতেই!
শাড়ির সঙ্গে সাজুয্য রেখে জাঙ্ক জুয়েলারি পরেছেন অভিনেত্রী, নিউ মার্কেট বা গড়িয়াহাটে অতি সহজেই মিলবে এই স্টাইলের নেকপিস
সঙ্গে রয়েছে ব্ল্যাক পলিশ করা বালা, আর বাঁ হাতে ঘড়ি নায়িকার লুকটা আরও এলিগেন্ট করে তুলেছে
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন