By
Published 27 Feb, 2025
Hindustan Times
Bangla
২৬ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে পালিত হয়েছে শিবরাত্রি।
শিবরাত্রি উদযাপন করেছেন তারকারাও, বাদ যাননি শ্রাবন্তীও।
২৭ ফেব্রুয়ারি শিবরাত্রির ঠিক পরদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।
শ্রাবন্তীর পোস্টে তাঁকে স্থানীয় কোনও মন্দিরে গিয়ে শিবের পুজো করতে দেখা গিয়েছে।
পুরোহিতের কথা মতো রীতি মেনে শিবের মাথায় জল ঢালতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
শিবরাত্রির দিন শ্রাবন্তী পরেছিলেন সোনালি রঙের শাড়ি। গলায় ছিল সোনার হার, আর হাতে বালা, কানে দুল।
পোশাক, সাজগোজের সঙ্গে মিলিয়ে এদিন হাতে মেহেন্দিও করেছিলেন অভিনেত্রী।
ভক্তিভরে পুজো করার জন্য শ্রাবন্তীকে প্রশংসায় ভরিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।