Hindustan Times
Bangla

মায়ের মতোই সু্ন্দরী! শ্রীলেখার অষ্টাদশী কন্যের রূপের জাদুতে বুঁদ নেটপাড়া 

মেয়ে এখন লম্বায় মা-কে ছাড়িয়েছে, ক্য়ামেরার সামনে দাঁড়ানো খুব বেশি পছন্দ নয় ঐশীর। শ্রীলেখা মিত্রর একমাত্র কন্যা সে। যদিও নায়িকা মেয়েকে মাইয়্যা বলেই ডাকেন

বছর কয়েকের ব্যাবধানে একদম বদলে গিয়েছে ঐশী, এখন সুন্দরী নারী!

সরস্বতী পুজোর দিন নিজের ছোট্ট সরস্বতীকে আগলে ফটোশ্যুট সারলেন শ্রীলেখা। নীল শাড়িতে ঐশী দ্যুতি ছড়ালেন, সঙ্গে ঝোলা দুল আর খোলা চুল!

২০২২ সালে সাফল্যের সঙ্গে  ICSE পাশ করে কলেজে ভর্তি হয়েছিল ঐশী।

শ্রীলেখা ও তাঁর প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের একমাত্র কন্যা ঐশী। বাবা-মা দুজনের সযত্নে বড় করে তুলেছেন মেয়েকে। 

মায়ের পদচিহ্ন অনুসরণ করে মাইয়্যাও কি অভিনয়ের জগতে পা রাখবেন? জানতে আগ্রহী সকলেই।