Hindustan Times
Bangla

বিয়ের মরসুম, চলতি সিজনে কাছের মানুষের বিয়ের নিমন্ত্রণে হাজির হয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী।

বিয়ের পর এটাই ছিল তাঁদের প্রথম বিয়ে বাড়ির নিমন্ত্রণ, এমনটাই জানিয়েছেন শ্রীময়ী।

বিয়েবাড়ির জন্য সাজুগুজু করে সোশ্যাল মিডিয়ায় স্বামী কাঞ্চনের সঙ্গে ছবি দিয়েছেন শ্রীময়ী।

বিয়েবাড়ির জন্য কালো বেনারসি বেছে নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে পরেছিলেন সোনার ভারী গয়না। আর মাথার খোঁপায় বেঁধে নিয়েছিলেন লাল গোলাপ, আর সিঁথিতে ছিল মোটা লাল সিঁদুর।

বউ-এর সঙ্গে মিলিয়ে সাদা সূক্ষ্ম কারুকাজ করা ডিজাইনার শেরওয়ানি ও সঙ্গে কালো চোস্তা পরেছিলেন কাঞ্চন মল্লিক।

বিয়েবাড়ির জন্য সাজুগুজু করে নানান পোজ দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ।

বিয়েবাড়িতে নব দম্পতির সঙ্গেও ছবি দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।

স্ত্রী শ্রীময়ী ও  শাশুড়ি মায়ের সঙ্গে কাঞ্চন মল্লিক।

কার বিয়েতে আমন্ত্রিত ছিলেন, সেকথা উল্লেখ করেননি শ্রীময়ী। তবে খুব সম্ভব তাঁর পক্ষেরই কোনও আত্মীয়র বিয়েতে গিয়েছিলেন তাঁরা।